পরিবারের যত্নে কাচের জিনিপত্র ব্যবহার করুন
পরিবারের যত্ন কি সেটি যদি না বুঝি তবে পরিবারের যত্নে কাচের ব্যবহার আসলে কি সেটা বোঝা যাবেনা। ধরুন আপনি নতুন বিবাহ করেছেন আপনার ঘরের তৈজসপত্র হিসেবে যা থাকা দরকার তার কানা কড়িও নেই। কিন্তু দেখবেন আপনার নিজের মা কিংবা শাশুড়ি তারা যখন দেখবেন কিছুই নাই তারপরই, তারা গিয়ে সকল জিনিসপত্র ম্যানেজ করবেন। অনেক কিছু না হলেও দুজন ভালভাবে চলে সেগুলো অন্তত একদিনের মধ্যেই পেয়ে যাবেন। এর নাম হল পারিবারিক যত্ন। এভাবে করেই আপনার সন্তান তার সন্তান তার সন্তান এভাবেই পারিবারিক…