বাচ্চাকে বেশি বকাঝকা না করা
কুমার বাড়িতে আপনি গিয়েছেন কিনা, যখন কুমার তার মাটির খামি তৈরি করে তখন সেটা বেশ সফট এবং মোলায়াম থাকে। এই মাটি দিয়ে সে যেকোনো আকৃতির জিনিসপত্র বানাতে পারে। তেমনি ভাবে আমাদের বাচ্চাদের মন টাও কুমারের মাটির খামির মত নরম এবং কপি করার প্রবল আকর্ষণ থাকে। অর্থাৎ আপনি তার সামনে যা করবেন যা বলেন সে কিছুক্ষণ পর তাই রিপিট করবে এটাই বাচ্চাদের ন্যাচার। তাই বাচ্চারা দুষ্টমি করলে তাকে বকা না দিয়ে তাকে বোঝাতে হবে । ছেলেমেয়ে যখন ছোট থাকে তখন তাদের…