গর্ভকালীণ সময়ে মায়ের যত্ন
মানব জাতীর প্রজনন ধারা হলো গর্ভধারন। এটা একটা জটিল প্রক্রিয়া যেখানে একজন নতুন মানুষ জন্ম দিতে গিয়ে অনেক সময় মা জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। তাই গর্ভাবস্থার শুরু থেকে বাচ্চা জন্ম দেয়া পর্যন্ত একজন মা-কে থাকতে হয়ে পুরো নজরদারির মাঝে। কেননা হরমোনাল চেইঞ্জ যখনই শুরু হতে থাকে মায়ের শরীরে তখন থেকেই তার বাহ্যিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তণ ও লক্ষ্য করা যায়। এ সময় তাঁকে বাচ্চাদের মত করে দেখভাল করতে হবে। কারন তার শরীরের হরমনের পরিবর্তণ তার সব কিছুই উলটা পালটা করে…