শিশুর জন্ম, মায়ের জন্ম
একটা মেয়ে যেদিন প্রথম মা হয় সেই দিনটি তার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত গুলোর মধ্যে একটি। দীর্ঘ নয় মাস নিজের ভেতর আরেকটি জীবনকে নিয়ে স্বপ্ন বুনতে বুনতে একসময় সত্যিকার ভাবে ধরা দেয় এই মাতৃত্ব। মা হওয়ার পর একটি নারীর অনেক মানসিক এবং শারীরিক পরিবর্তন হয়। তবে তার মানে এই নয় নিজের সেই পুরনো 'আমি টা' কে পুরোপুরি বিসর্জন দিয়ে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে হবে। নবজাতকের প্রতি সমস্ত মনোযোগ ও যত্ন নেওয়ার পাশাপাশি মায়ের যত্ন নেওয়াটা ও ভীষন জরুরী। নতুন শিশুর…