সন্তানের উচ্চতার দিকে খেয়াল রাখুন
গতকয়েক মাস আগেই আমার প্রাইমারির এক বন্ধুর সাথে যোগাযোগ। তার নাম ছিল পারভেজ বাকি কেউ তাকে সে নামে ডাকতো না। তার জন্য দেয়া আমাদের এক বিশেষ নাম ছিল ‘বাটুল’ । সেদিন প্রায় পনেরো বছর পরে দেখা হয়েছিল আমরা সব বাল্যকালের বন্ধুরা এক হয়ে তাকে একটা প্রশ্ন করেছিলাম, বন্ধু তুই এত লম্বা কি করে হইলি তুইতো বাটুল ছিলি। ও হেসে দিয়েছে। এটা কাউকে উস্কানো না, বন্ধুত্বের ভালবাসা। কিন্তু অনেকেই এটা টলারেট করতে পারেনা। তাই বাচ্চাদের উচ্চতার দিকে খেয়াল রাখতে হয়। উচ্চতার…